Logo
Logo
×

অটোটেক

বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি

Icon

রিয়াদ হোসেন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভেসপা স্কুটারের চেয়েও ছোট পিল পি৫০ গাড়ি। ঐতিহাসিক গাড়ি হিসাবে যা আজও অনেকের কাছে আকর্ষণীয়। গত বছর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ির তকমা পেয়েছে এটি। পৃথিবীজুড়ে মাত্র ৩০টি এ ছোট আকারের গাড়ির আছে। গাড়িটি সর্বকালের ক্ষুদ্রতম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী গাড়ি। বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটির দৈর্ঘ্য মাত্র ৫৪ ইঞ্চি, প্রস্থ ৩৯ ইঞ্চি এবং উচ্চতা ৪২ ইঞ্চি। ওজন মাত্র ৫৯ কেজি। এ গাড়িটি কেবল একজন মানুষকে বহন করতে পারে। ব্রিটিশ কোম্পানি পিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এ গাড়িটি নির্মাণ করে। এর নকশা করেছেন সিরিল ক্যানেল। ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে মাত্র ৫০টি পিল পি৫০ তৈরি হয়েছিল। এক দরজার এ গাড়িতে শুধু একজনই বসতে পারবেন। বাজারের গাড়ির দোকানে খুঁজে না পেলেও অর্ডার দিলে নির্মাতা এটি বানিয়ে দেবেন। খরচ পড়বে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম