|
ফলো করুন |
|
|---|---|
ভেসপা স্কুটারের চেয়েও ছোট পিল পি৫০ গাড়ি। ঐতিহাসিক গাড়ি হিসাবে যা আজও অনেকের কাছে আকর্ষণীয়। গত বছর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ির তকমা পেয়েছে এটি। পৃথিবীজুড়ে মাত্র ৩০টি এ ছোট আকারের গাড়ির আছে। গাড়িটি সর্বকালের ক্ষুদ্রতম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী গাড়ি। বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটির দৈর্ঘ্য মাত্র ৫৪ ইঞ্চি, প্রস্থ ৩৯ ইঞ্চি এবং উচ্চতা ৪২ ইঞ্চি। ওজন মাত্র ৫৯ কেজি। এ গাড়িটি কেবল একজন মানুষকে বহন করতে পারে। ব্রিটিশ কোম্পানি পিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এ গাড়িটি নির্মাণ করে। এর নকশা করেছেন সিরিল ক্যানেল। ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে মাত্র ৫০টি পিল পি৫০ তৈরি হয়েছিল। এক দরজার এ গাড়িতে শুধু একজনই বসতে পারবেন। বাজারের গাড়ির দোকানে খুঁজে না পেলেও অর্ডার দিলে নির্মাতা এটি বানিয়ে দেবেন। খরচ পড়বে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি।
