যা জানতে চান
জাহাজের নামের আগে এমভি লেখা থাকে কেন?
আফসার মাহমুদ, ঢাকা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এমভি (MV)-এর মানে হচ্ছে ‘মোটর ভেসেল’ (Motor Vessel)। নৌযানটি মোটর তথা ইঞ্জিনচালিত। ইঞ্জিনচালিত নৌযানের নামের আগে এমভি লেখা হয়। সাধারণত দূরের পথে যাত্রার জন্য এসব নৌযান ব্যবহার করা হয়। তা ছাড়া এসব নৌযানে ভারী মালামাল বহন করা যায়। যা সাধারণ নৌযানে বহন করা সম্ভব হয় না।
ফয়সাল আহমাদ, যন্ত্রকৌশল প্রকৌশলী, ঢাকা
