Logo
Logo
×

অটোটেক

সৌদি আরবে তৈরি হবে পরিবেশবান্ধব গাড়ি

Icon

ওয়ালিউর রাব্বি সান

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিবেশবান্ধব গাড়ি তৈরিতে সৌদি আরবের রেড সি গ্লোবালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর গ্রুপ। মধ্যপ্রাচ্যের দেশটির পশ্চিম উপকূলের বিলাসবহুল ও প্রকৃতিবান্ধব পর্যটন স্থাপনার জন্য যানবাহন তৈরির লক্ষ্যে সংস্থা দুটি চুক্তিবদ্ধ হয়েছে। কোরিয়ান হেরাল্ড।

সম্প্রতি রিয়াদে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ।

রেড সি গ্লোবাল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দেশটির পর্যটন খাতে উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে রেড সি গ্লোবাল।

চুক্তি অনুসারে, সৌদি আরবজুড়ে পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে অবদান রাখবে হুন্দাই। শুরুতে উমাহাত দ্বীপের রিসোর্ট ও আমালার অতিবিলাসী পর্যটন গন্তব্যে বৈদ্যুতিক যান (ইভি) ও হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির পরীক্ষামূলক কার্যক্রম নেওয়া হয়েছে।

অটোমেকার জায়ান্টটি আরও জানায়, মধ্য থেকে দীর্ঘমেয়াদে একাধিক পরিকল্পনা রয়েছে। লোহিত সাগর তীরবর্তী প্রকল্পভুক্ত এলাকায় চালকবিহীন গাড়ির মতো উন্নত ও গতিশীল যান চালুর চেষ্টাও করবে তারা।

হুন্দাই মোটর গ্রুপের ভাইস প্রেসিডেন্ট লি ডং-কুন জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিভিন্ন ধরনের পদক্ষেপে যুক্ত হবে কোম্পানিটি। হুন্দাই মোটর গ্রুপ বৈশ্বিক জ্বালানি খাতের গতিপথ পরিবর্তনে অবদান অব্যাহত রাখবে।

রেড সি গ্লোবাল সৌদি-সমর্থিত ভিশন ২০৩০ এর অধীনে পাঁচটি মেগা প্রকল্পের মধ্যে একটি। চুক্তির বিষয়ে রেড সি গ্লোবালের সিইও জন প্যাগানো বলেন, ‘টেকসই ও বিশ্বমানের বিলাসবহুল গাড়ি নির্মাণে হুন্দাই মোটর গ্রুপ শীর্ষ প্রতিষ্ঠান। হুন্দাইয়ের অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব যানে আমরা পরিবেশগত প্রত্যাশা পূরণ করছি ও শূন্য কার্বন নীতির এক ধাপ কাছাকাছি চলে এসেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম