Logo
Logo
×

অটোটেক

যা জানতে চান

গাড়িতে এয়ারব্যাগের কাজ কী?

Icon

প্রিয়াঙ্কা আলম, মিরপুর, ঢাকা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাড়ির ভেতরে এমন কিছু পার্টস থাকে যেগুলো বড় কোনো দুর্ঘটনার ঘটার সময় জীবন বাঁচানোর কাজ করে। এরমধ্যে সিট বেল্ট অন্যতম। কিন্তু সিট বেল্ট ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এয়ারব্যাগ। মূলত এটি একটি ছোট, নরম, বাতাসের কুশন। গাড়ি কোনো বড় দুর্ঘটনায় পড়লে মাত্র এক সেকেন্ডের মধ্যে ব্যাগটি বের হয় এবং মানুষের জীবন রক্ষা করে। সিটের উপরে ও দরজার সঙ্গে এয়ারব্যাগ বসানো থাকে। কিছু গাড়িতে ৬-৮টি পর্যন্ত এয়ারব্যাগ থাকে।

যন্ত্রকৌশল প্রকৌশলী রিয়াদ হোসেন, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম