পরামর্শ
ড্রাইভিং লাইসেন্স পেতে করণীয়
জাকির হোসেন সরকার
প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাস্তায় গাড়ি নিয়ে বের হতে গেলে প্রয়োজন একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স। চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকলেই জরিমানার মুখে পড়তে হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অনেকেই জানেন না কীভাবে লাইসেন্স পেতে হবে। সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া নিয়ে আজকের পরামর্শ। লিখেছেন- জাকির হোসেন সরকার
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ন্যূনতম ২০ বছর বয়স্ক ব্যক্তি আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন : প্রথমেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেতে হলে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এরপর একজন রেজিস্ট্রার্ড ডাক্তার কর্তৃক শারীরিক ফিটনেস ও চোখের ত্রুটিহীনতার সার্টিফিকেট এবং রক্তের গ্রুপ ফরমে উল্লেখ থাকতে হবে। ন্যাশনাল আইডি কার্ড/জন্মসনদ/পাসপোর্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। নির্ধারিত আবেদন ফি স্থানীয় ব্যাংকে জমা দিয়ে সদ্য তোলা ৩ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ বিআরটিএ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র পাওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষ ৩ (তিন) মাসের জন্য শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে।
পরীক্ষায় অংশগ্রহণ : শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষ প্রদত্ত নির্ধারিত তারিখ অনুযায়ী আবেদনকারীকে একই দিনে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মোটরযানের যে শ্রেণির (মোটর কার, মোটরসাইকেল বা হালকা-ভারী) জন্য আবেদন করা হয়েছে সে শ্রেণির গাড়ি নিয়ে বিআরটিএ অফিসের নির্ধারিত স্থানে (জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট/১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সামনে) ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
স্মার্ট কার্ড : উপরের ধাপগুলো পাশ করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেলে মূল লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একই দিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড প্রিন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এসএমএস পাওয়ার পর বিআরটিএর অফিস থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে।
