যা জানতে চান
গাড়ির ট্যাংক ফুল করলে কি ক্ষতির শঙ্কা রয়েছে?
আরাফাত রহমান, ঢাকা
প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গরমকালে ফুয়েল ট্যাংক পুরো ভরা উচিত নয়। কারণ তাপ সৃষ্টি হলে পেট্রোল কিংবা ডিজেল দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থাৎ গ্রীষ্মকালে জ্বালানি উপচে পড়তে পারে। আর তেল লিক করলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনকি উচ্চ চাপ ও তাপে ফুয়েল ট্যাংক বিস্ফোরিতও হতে পারে। তাই গরম কালে অর্ধেক বা চার ভাগের তিন ভাগ তেল নেওয়ার চেষ্টা করুন।
নাইম মাহমুদ, ঢাকা
নোটিশ বোর্ড
প্রিয় পাঠক অটোমোবাইল বিষয়ক প্রশ্ন পাঠাতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ।
প্রশ্ন পাঠান autotech.jugantor@gmail.com এই ঠিকানায়।
