গাড়ির ব্রেক ফেল হলে কী করবেন
জাকির হোসেন সরকার
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১১০-১৩০ কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে দেখলেন গাড়ির ব্রেক কাজ করছে না, তখন আপনি কী করবেন। প্রথমেই আপনার মনোবলকে দুর্বল করা যাবে না। মানে ঘাবড়ে যাবেন না। সাহস ও আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করে যেতে হবে। গাড়ি যদি অটো গিয়ারের হয় তাহলে ভুলেও গিয়ারে হাত দেবেন না। অনেকে গিয়ারকে পর্কিংয়ে ঠেলে দেন। এটা করলে গাড়ির গিয়ার পিনিয়াম এবং গিয়ার বক্স ভেঙে যাবে। তখন গাড়িকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। গিয়ার বক্স ও গিয়ার পিনিয়াম ভেঙে যাওয়ার করণে গাড়ির চাকায় প্রেসার পড়ে গাড়ি উলটে যেতে পারে। গিয়ার নিউট্রালও করা যাবে না। কারণ নিউট্রাল করলে গাড়ি আরও ফ্রি হয়ে গতি আরও বেড়ে যাবে তখন গাড়ি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে যাবে।
গাড়ির ব্রেক ফেল হলে যা করতে হবে : প্রথমেই ইমার্জেন্সি লাইট চালু করে হর্ন দিতে থাকতে হবে। তাহলে আশপাশে অন্যান্য গাড়ি এবং পথচারীরা বুঝতে পারবে আপনি বিপদে আছেন। এ কাজগুলো মুহূর্তের মধ্যেই করতে হবে। কারণ আপনি হাতে খুব বেশি সময় পাবেন না। স্টিয়ারিংটা খুব ভালোভাবে হ্যান্ডল করতে হবে যাতে কোনো কিছুর সঙ্গে গাড়ি ধাক্কা না লাগে। মানে গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে যতটা সম্ভব চালিয়ে যেতে হবে। এবারে গাড়ির হ্যান্ড ব্রেক দিয়ে চেষ্টা করতে হবে গাড়ি থামানোর। তবে হ্যান্ড ব্রেক ধীরে ধীরে টানতে হবে। পুরো একসঙ্গে টানা যাবে না। তাহলে গাড়ি হার্ড ব্রেক হয়ে উলটে গিয়ে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়তে হবে। হ্যান্ড ব্রেক স্তরে স্তরে টানতে হবে, মানে হ্যান্ড ব্রেক টানলে যে কট্ কট্ শব্দ হয় সে অনুযায়ী টানতে হবে। দুই-তিন সেকেন্ড পর পর হ্যান্ড ব্রেক টানতে হবে। প্রতিবার হ্যান্ড ব্রেক প্রেস করার সময় কট্ কট্ শব্দ আসবে। এভাবে ৮-১০ শব্দ পর্যন্ত আপনাকে হ্যান্ড ব্রেক টানতে হবে। এর পাশাপাশি মূল ব্রেকও প্রেস করে যেতে হবে। ধৈর্র্যহারা না হয়ে বুদ্ধি প্রয়োগ করে ঠান্ডা মাথায় এ টিপসগুলো ফলো করলে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারবেন। হ্যান্ড ব্রেক শুধু হাতেই থাকে না এটা পায়েও থাকে। তবে উভয়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এটা অটোগিয়ারের গাড়ির জন্য।
এখন আসি মেন্যুয়াল গিয়ারের গাড়ি ব্রেক ফেল করলে যা করতে হবে। গাড়ি রানিংয়ে ৩, ৪, ৫ নং গিয়ারে গাড়ি থাকলে ক্লাজ করে গিয়ার ধীরে ধীরে কমাতে হবে। পর্যায়ক্রমে মানে গিয়ার ৫এ থাকলে ৪ এ, ৪ থেকে ৩ এ, ৩ থেকে ২ এ, আবার ২ থেকে ১ নিয়ে এলে গাড়ি একটা ধাক্কা খেতে খেতে অর্ধেকের বেশি গতি কমে আসবে। তার পর ওপরে উল্লিখিত নিয়ম অনুযায়ী ধীরে ধীরে হ্যান্ড ব্রেক টেনে গাড়ি থামাতে হবে।
