Logo
Logo
×

অটোটেক

পুরোনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে

Icon

রিয়াদ হোসেন বাবু

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজের একটি গাড়ি থাকবে এমন ইচ্ছা প্রায় সবারই। তবে বাজেটের জন্য নতুন গাড়ি কেনা সম্ভব হয় না। তাই অনেকেই পুরোনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে অন্য কারও ব্যবহার করা গাড়ি, সেটা এক-দুই বছরের পুরোনোও হতে পারে, আবার ৫-৬ বছরের পুরোনোও হতে পারে।

বাজেট ঠিক করা : পুরোনো গাড়ি কেনার আগে সবার প্রথমে মাথায় রাখতে হবে গাড়ি কেনার বাজেটের কথা। বাজারে সেই পুরোনো গাড়ির মডেল কত দাম চলছে, রিসেল ভ্যালু কত রয়েছে, নতুনের দাম কত পড়বে এবং সেই গাড়ির চাহিদা কত তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে সেই গাড়ির দাম যাচাই করতে হবে।

ফিটনেস চেক : ফিটনেস ঠিক আছে কি না, তা ভালোভাবে পরখ করা দরকার। যে গাড়িটি কিনবেন, তার ফিটনেস সার্টিফিকেট ভালোভাবে দেখে নিন। গাড়ি সমতলে রেখে চারদিক থেকে ভালোভাবে দেখুন। মাটি থেকে গাড়ির চারপাশের আয়তন ঠিক আছে কিনা, সেটা ভালোভাবে খেয়াল করে দেখুন।

টেস্ট ড্রাইভ : সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে অবশ্যই সে গাড়ির একটি টেস্ট ড্রাইভ নিতে হবে। এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন, সে গাড়ি কতটা ভালো কন্ডিশনে আছে, কত ভালো পারফর্ম করছে। সেই গাড়ির কোনো কিছু খারাপ হয়ে থাকলে তাও ধরা পড়ে যাবে টেস্ট ড্রাইভে। একজন দক্ষ ব্যক্তির সঙ্গে সেই গাড়ির টেস্ট ড্রাইভ নিতে হবে আপনাকে।

ডকুমেন্টস চেক : বাজারে অনেক গাড়ি আছে যেগুলো চুরি করে বিক্রির জন্য আনা হয়েছে এবং এমনও হতে পারে যে বিক্রেতা একটি চুরি করা গাড়ি আপনার কাছে বিক্রি করার চেষ্টা করছে। আপনার রিসার্চের ওপর ভিত্তি করে গাড়ির দাম সম্পর্কে সচেতন থাকুন এবং যাচাই করুন যে গাড়ির দাম তুলনামূলকভাবে খুবই কম বা অতিরিক্ত চাওয়া হচ্ছে কিনা।

এক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন সঠিক কিনা তা পরীক্ষা করুন। গাড়ির সঙ্গে রেজিস্ট্রেশনের তারিখ এবং অন্যান্য বিস্তারিত যেমন, গাড়ির চেসিস নাম্বার ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে দেখে নিন।

ট্যাক্স কাগজ পরীক্ষা করে দেখুন যে ঠিকঠাক ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। ট্যাক্স প্রদানের তারিখ দেখুন এবং ট্যাক্স দেওয়া বাকি আছে কিনা তাও যাচাই করে নিন। নিশ্চিত হয়ে নিন যে ইন্স্যুরেন্স এবং আনুষঙ্গিক অন্যান্য কাগজপত্র শুধু বিক্রেতার ক্ষেত্রেই প্রযোজ্য এবং তা আপনার জন্য কোনো ধরনের বিষয় নয়। ইন্স্যুরেন্সের পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে কিনা তা দেখে নিন।

গাড়িটির বৈধ ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। হোক নতুন কিংবা পুরোনো, সব গাড়িকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সার্টিফিকেটের বৈধতার তারিখ দেখে নিন।

যদি সম্প্রতি গাড়ির মেরামত করা হয়ে থাকে তবে বিক্রেতার কাছ থেকে ওয়ারেন্টি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ইনভয়েস বুঝে নিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম