Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

রোনালদোর গ্যারেজে নতুন সদস্য

Icon

তানজিমা হালিম

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাঠে এবং মাঠের বাইরে সমানে দাপিয়ে পর্তুগিজ মহাতারকা প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিলাসবহুল গাড়ি সংগ্রহ তার অন্যতম শখ। বিভিন্ন সময় রোনাল্ডোর সেই গাড়িগুলো নিয়ে প্রতিবেদনও হয়েছে। নতুন করে তার গ্যারেজে যুক্ত হয়েছে নতুন আরেকটি গাড়ি। যদিও রোনাল্ডো নিজে এ গাড়ি কেনেননি। এটি তিনি পেয়েছেন উপহার হিসাবে। রোনাল্ডোর গ্যারেজে যুক্ত হওয়া নতুন গাড়িটির মডেল, বিএমডব্লিউ, দ্য এক্সএম। এ গাড়ির বর্তমান বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি। অবশ্য রোনাল্ডোর সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি আছে, সেসবের তুলনায় এ দাম খুব কমই বলা যায়।

তার সংগ্রহের তালিকায় অন্যতম আরেকটি গাড়ি হলো রোলস রয়েস ডন। যেটি ২০২২ সালের বড়দিনে রোনাল্ডোকে উপহার দিয়েছিলেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। এ গাড়িটির বাজারমূল্য সে সময় ছিল ৩ কোটি টাকার বেশি।

এছাড়া এক ভিডিওতে জর্জিনাকে দেখা গেছে, রোনাল্ডোর ২০০ কোটি মূল্যের গাড়ির গ্যারেজে। কয়েক সেকেন্ডের সেই ক্লিপসটিতে দেখা মেলা গাড়িগুলো যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে পাঁচটি গাড়ি। সেই গাড়ি পাঁচটি ছিল বুগাত্তি চিরন। যার মূল্য ২ মিলিয়ন পাউন্ড। পরের গাড়িটি ছিল ৫ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও। সারির তিন নম্বর গাড়িটি ম্যাকলারেন সেনা। এ গাড়িটির মূল্য ৭ লাখ ৫০ হাজার পাউন্ড। এ সারির পরের দুটো গাড়ি রোলস রয়েসের। যেখানে একটি হচ্ছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড, যার মূল্য ৫ লাখ পাউন্ড। আর অন্য গাড়িটি ছিল রোলস-রয়েস কালিনান। এ গাড়ির দাম ৩ লাখ পাউন্ড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম