Logo
Logo
×

অটোটেক

পরামর্শ

শীতের সকালে গাড়ি বের করার আগে

Icon

মাসরুরা ইসলাম

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীতকালে গাড়ির সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত যারা সকালে গাড়ি নিয়ে বের হন বা লং ড্রাইভে যেতে পছন্দ করেন। ঠান্ডা আবহাওয়ার কারণে গাড়ির বিভিন্ন অংশ সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যাত্রা শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা প্রয়োজন। তাই নিয়ে বিস্তারিত লিখেছেন-মাসরুরা ইসলাম।

প্রথমেই গাড়ির আলো পরীক্ষা করা জরুরি। শীতের সকালে আলো কিছুটা কম থাকায় টেল লাইট, হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর এবং রিভার্স লাইট সঠিকভাবে কাজ করছে কিনা, তা দেখে নিতে হবে। এগুলো যদি ঠিকমতো কাজ না করে, তবে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। আলো যথাযথ থাকলে সঠিকভাবে পথচলা সহজ হয়। দ্বিতীয়ত ইঞ্জিন অয়েল ও কুল্যান্টের অবস্থা পর্যবেক্ষণ করা দরকার। ঠান্ডার কারণে ইঞ্জিন অয়েল ঘন হয়ে যেতে পারে, যা ইঞ্জিনের কর্মক্ষমতা কমিয়ে দেয়। এ সময় হালকা ইঞ্জিন অয়েল ব্যবহার করাই ভালো, যা শীতকালের জন্য উপযুক্ত। গাড়ির ম্যানুয়ালে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকে। কুল্যান্টের স্তরও নিয়মিত পরীক্ষা করা উচিত, কারণ ইঞ্জিনের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত স্টিয়ারিং, ব্রেক এবং ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা অপরিহার্য। গাড়ি দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকলে স্টিয়ারিং জ্যাম হয়ে যেতে পারে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ব্রেক এবং ক্লাচও ঠিকমতো কাজ করছে কিনা, তা নিশ্চিত করতে হবে। এসব যন্ত্রাংশ ঠিকঠাক না থাকলে গাড়ি চলতে গিয়ে মারাত্মক সমস্যা হতে পারে। সবশেষে, ব্যাটারির দিকে বিশেষ নজর দিতে হবে। গাড়ির ব্যাটারি ছাড়া গাড়ি চালানো অসম্ভব। নিয়মিত চার্জ করা না হলে ব্যাটারি দুর্বল হয়ে পড়তে পারে, যা যাত্রার সময় সমস্যা সৃষ্টি করবে। ব্যাটারির তার ও কানেকশন ঠিকমতো বসানো আছে কিনা, তা যাচাই করা উচিত।

শীতকালে গাড়ি চালানোর আগে এ বিষয়গুলো অনুসরণ করলে যাত্রা সহজ ও নিরাপদ হবে। অপ্রত্যাশিত বিপদ এড়াতে এসব নিয়ম মেনে চলুন এবং শীতের দিনে নিশ্চিন্ত ভ্রমণ উপভোগ করুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম