Logo
Logo
×

অটোটেক

যা জানতে চান

কোন রঙের গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়?

ফারহানা আফরোজ, ঢাকা

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির রং হলো সাদা। এটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়, বিশেষ করে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে। এর অন্যতম কারণ, সাদা গাড়ি তাপ প্রতিরোধী। গরমের সময় তাপ কম শোষণ করে, তাই গাড়ির ভেতর তুলনামূলক ঠান্ডা থাকে। এটি রক্ষণাবেক্ষণে সুবিধা রয়েছে। ময়লা ও স্ক্র্যাচ তুলনামূলক কম চোখে পড়ে। আবার এর রিসেল ভ্যালুও ভালো।

সাদা রঙের গাড়ির আবার বিক্রয়মূল্য (resale value) সাধারণত বেশি থাকে।

রিয়াদ হোসেন বাবু, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম