বিতর্কের মুখে ইলন মাস্ক
কমেছে টেসলার বিক্রি
অটোটেক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বখ্যাত ইভি নির্মাতা টেসলা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তিন লাখ ৩৭ হাজার গাড়ি সরবরাহ করলেও, তা গত বছরের তুলনায় ১৩ শতাংশ কম। এই পতনের পেছনে যেমন রয়েছে প্রযুক্তিগত পরিবর্তন, তেমনি ইলন মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততাও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না মাস্কের। ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর নেতৃত্ব দিয়ে সরকারি ব্যয় ও জনবল কমানোর দায়িত্ব পেয়ে সমালোচিত হয়েছেন তিনি। এর প্রভাব সরাসরি টেসলার ব্র্যান্ড ইমেজে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশিষ্ট বিনিয়োগকারী রস গার্বার, যিনি এক সময় মাস্কের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন, এখন সিইও পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। তার মতে, ‘ব্র্যান্ডটি ভেঙে গেছে, এবং পুরোনো অবস্থায় ফেরা কঠিন হতে পারে।,
এদিকে টেসলার সঙ্গে চীনের বিওয়াইডির প্রতিযোগিতা, গাড়ির নতুন সংস্করণের বদল এবং ইউরোপের কিছু দেশে ডিলার শোরুমে হামলার মতো ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যদিও পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, মাস্ক জুনের মধ্যেই ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়বেন, তবুও টেসলার ইমেজ পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে মাস্কের রাজনৈতিক ভূমিকা এবং করপোরেট সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। এখন সময়ই বলবে, টেসলা কি এই ঝড় সামলে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ব্র্যান্ড ভাঙনের নতুন ইতিহাস রচনার পথে এগোচ্ছে।
