Logo
Logo
×

অটোটেক

ফোটনের ফ্রিজার ভ্যানে নতুন দিগন্ত

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’। রাজধানীর আইসিসিবিতে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কাড়ে এসিআই মটরসের ফোটন ব্র্যান্ড।

এ শোর অন্যতম আকর্ষণ ছিল ফোটনের নতুন প্রজন্মের ফ্রিজার ভ্যান উন্মোচন। আধুনিক প্রযুক্তিনির্ভর এ ভ্যান দেশের রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট সেক্টরে যুক্ত করেছে নতুন মাত্রা। দ্বিতীয় দিনে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ভ্যানটির উন্মোচন করেন।

শুধু ফ্রিজার ভ্যান নয়, ফোটনের ১ টন, ১.২ টন, ১.৫ টন এবং ৩ টনের পিকআপ মডেলগুলোও প্রদর্শিত হয় মেলায়। পণ্য বহনের জন্য নির্ভরযোগ্য এ যানবাহনগুলো ব্যবসায়িক গ্রাহকদের দারুণ আগ্রহ কাড়ে। মেলায় ফোটন প্যাভিলিয়ন থেকে যে কোনো পিকআপ ক্রয়ে ছিল নিশ্চিত উপহার রেফ্রিজারেটর, স্মার্ট টিভি ও স্মার্টফোন! তিন দিনজুড়ে জমজমাট এ আয়োজন ছিল দর্শনার্থী ও গ্রাহকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এ আয়োজন প্রমাণ করেছে, দেশের বাণিজ্যিক গাড়ির বাজারে প্রযুক্তি ও সেবায় ফোটনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম