Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

চার চাকায় দীপিকার রাজকীয়তা

Icon

তানজিমা হালিম

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলো ঝলমলে রেড কার্পেট থেকে শুরু করে সিনেমার পর্দা-দীপিকা পাড়ুকোনের যাত্রা যেন এক জীবন্ত কাব্য। অভিনয়ে যেমন পারদর্শী, ব্যক্তিগত জীবনযাপনেও তেমনি অনবদ্য রুচির ছাপ। আর সেই রুচিরই ঝলক দেখা যায় তার গাড়ির গ্যারেজে, যা বিলাস আর আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন। দীপিকার গাড়ি মানেই আধুনিক প্রযুক্তির মণ্ডপে বিলাসিতার উপাসনা।

বিস্তারিত লিখেছেন তানজিমা হালিম।

* রেঞ্জ রোভার ভোগ

রোডের রাজা! দীপিকার গ্যারেজের অলঙ্কার এ ফ্ল্যাগশিপ এসইউভি। ৩.০ লিটার এমএইচইভি ইঞ্জিনে ৩৯৫ হর্সপাওয়ার, একদিকে ক্লাস, অন্যদিকে ক্ষমতার অভিজ্ঞান। দাম প্রায় ৩ কোটি ৫০ লাখ।

* মার্সিডিজ ম্যাবেক এস ৫০০

যেখানে নীরবতা কথা বলে, সেখানেই ম্যাবেক এস ৫০০। দীপিকার এ গাড়ি যেন তার পরিপক্বতা ও পরিমার্জিত সৌন্দর্যের ছায়া। বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

* মার্সিডিজ-বেঞ্জ এস ক্লাস

একটি নাম, এক ইতিহাস, এস ক্লাস। ৪.০ লিটার ভি৮ ইঞ্জিনে থাকা ৫০০ হর্সপাওয়ার নিয়ে এ গাড়িটি তার পেশাদার পরিচিতির মতোই দৃঢ় ও গ্ল্যামারাস। বাজারে মূল্য প্রায় ২ কোটি টাকা।

* অডি এ৮ এল

যেখানে লাক্সারি মিশে যায় প্রযুক্তির সঙ্গে-অডি এ৮ এল সেখানে দীপিকার প্রিয়। প্রিমিয়াম সেডান অডির এ মডেলটি দীপিকার সংগ্রহে আরও এক গর্বের নাম। এতে রয়েছে ৩.০ লিটার ভি৬ ইঞ্জিন ও ৩৩৫ হর্সপাওয়ার। এই সেডান তার কনফিডেন্ট পারসোনালিটির সঙ্গে খাপে খাপে মেলে। মূল্য প্রায় ২ কোটি।

* পোর্শে সায়ান

স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল প্রিয় হলে সায়ান একটি সেরা পছন্দ। ৩.০ লিটার টার্বোচার্জড ভি৬ ইঞ্জিন ও ৩৪৮ হর্সপাওয়ারের এই গাড়ি দীপিকার গতির প্রতীক। এর দামও প্রায় ২ কোটি টাকা। একটু স্পোর্টি, একটু ক্লাসি-এ সায়ান যেন তার ভিন্ন স্বাদের বহিঃপ্রকাশ।

* অডি কিউ৭

দৈনন্দিন দৌড়ঝাঁপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ সঙ্গী। কিউ৭-এর ৩.০ লিটার টার্বো ইঞ্জিন দীপিকার যাত্রা করে তোলে সাবলীল ও স্মুথ।

* বিএমডব্লিউ সিরিজ ৫

টেকনিক্যালি সাউন্ড, ডিজাইনেও ডায়নামিক। দীপিকার ৫ সিরিজ গাড়িটি যেন তার প্রফেশনালিজমের সঠিক এক্সটেনশন। ২.০ লিটার ভি৪ ইঞ্জিন ও ২৫৫ হর্সপাওয়ারের এই সেডানটির মাধ্যমে দীপিকা জার্মান প্রযুক্তির ছোঁয়া উপভোগ করেন।

* মিনি কুপার কনভার্টিবল

সবশেষে রয়েছে একটি ফ্যাশনেবল মিনি কুপার। ১.৫ লিটার টার্বো ইঞ্জিন ও ১৩৪ হর্সপাওয়ারের এ কনভার্টিবলটি তার সংগ্রহে নিয়ে আসে রঙিন বৈচিত্র্য। যেখানে মজা, ফ্যাশন আর রোড ফ্রিডম একসঙ্গে মিশে দীপিকার মিনি কুপারে।

এই গাড়িগুলো কেবল চলার বাহন নয়। প্রত্যেকটি গাড়িই দীপিকার ব্যক্তিত্বের একেকটি অধ্যায়-কখনো নীরব, কখনো দৃঢ়, আবার কখনো উচ্ছ্বল। একজন অভিনেত্রীর বাইরেও তিনি এক আধুনিক নারী, যিনি জানেন কীভাবে ক্লাস আর কমফোর্ট এক ছাদের নিচে আনা যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম