যা জানতে চান
ইকোনমি গতি বলতে কী বোঝায়?
আলাউদ্দিন আরিফ, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইকোনমি গতি বলতে এমন একটি নির্দিষ্ট গতি বোঝায়, যেখানে মোটরসাইকেল সর্বোচ্চ জ্বালানি সাশ্রয়ে চলতে পারে। এ গতিতে ইঞ্জিনের আরপিএম মাঝারি পর্যায়ে থাকে এবং জ্বালানি পোড়ানোর হার কম হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে মোটরসাইকেল চালালে সর্বোচ্চ ফুয়েল ইকোনমি পাওয়া যায়। এ গতি সীমায় ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে না এবং গিয়ার সিস্টেম দক্ষতার সঙ্গে কাজ করে, ফলে জ্বালানি খরচ কম হয়।
মিরাজুল ইসলাম জীবন, ঢাকা
