|
ফলো করুন |
|
|---|---|
চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু তাদের স্বচালিত রোবোট্যাক্সি পরিষেবা ‘অ্যাপোলো গো’ নিয়ে এবার ইউরোপের বাজারে প্রবেশ করতে চায়। সিএনবিসি’র এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, সুইজারল্যান্ডে শাখা খোলা ও তুরস্কে কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে কোম্পানিটি। যদিও বাইদু এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
বেইজিংয়ের উপশহরসহ চীনের নানা শহরে সাশ্রয়ী ভাড়ায় সাধারণ মানুষের জন্য চালকবিহীন ট্যাক্সিসেবা দিচ্ছে অ্যাপোলো গো। চীনের স্থানীয় নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া এসব রোবোট্যাক্সি একাধিক পরীক্ষামূলক ধাপ পেরিয়ে এখন চালক ছাড়া রাস্তায় চলার অনুমতি পেয়েছে। এ বছরের মার্চে বাইদু ঘোষণা করে, তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে রোবোট্যাক্সিসেবা চালু করতে চায়। এর পাশাপাশি হংকংয়েও পরীক্ষামূলকভাবে কার্যক্রম চলছে। এভাবে ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে নিজেদের পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে, রোবোট্যাক্সি খাতে বাইদুর প্রতিদ্বন্দ্বী ‘পনিএআই’ও পিছিয়ে নেই। তারা সম্প্রতি উবারের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছে এবং মধ্যপ্রাচ্যে বিস্তারের পরিকল্পনা করছে। রোবোট্যাক্সি প্রযুক্তি বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থায় একটি বিপ্লব ডেকে আনতে যাচ্ছে। ইউরোপের মতো উন্নত বাজারে বাইদুর আগমন প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় চীনা কোম্পানিগুলোর আধিপত্যকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
