ভিভাটেকে এনভিডিয়ার প্রধান
চালকবিহীন গাড়ির যুগে প্রবেশ করছে বিশ্ব
অটোটেক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব প্রযুক্তি অঙ্গনে বিপ্লব ঘটাতে যাচ্ছে স্বচালিত গাড়ি ও রোবোটিক্স প্রযুক্তি। এমনটাই মনে করছেন মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের সবচেয়ে বড় উদ্ভাবনী সম্মেলন ভিভা টেক-এ তিনি বলেন, এই দশক হবে স্বচালিত গাড়ি, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় মেশিনের দশক। এনভিডিয়া ইতোমধ্যেই চালকবিহীন গাড়ি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারণ, এই গাড়ির জন্য প্রতিষ্ঠানটি হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই-ই সরবরাহ করছে। সিএনবিসি জানায়, যুক্তরাষ্ট্রে স্বচালিত গাড়ি তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। স্যানফ্রান্সিসকো, ফিনিক্স ও লস অ্যাঞ্জেলসের মতো শহরে গুগলের মালিকানাধীন কোম্পানি ওয়েইমো রোবোট্যাক্সি চালাচ্ছে। পাশাপাশি, চীনের বাইদু ও পনি ডটএআই-সহ একাধিক প্রতিষ্ঠান নিজেদের রোবোট্যাক্সি পরিষেবা চালু করেছে। তবে ইউরোপে এই প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে। এর মূল কারণ হলো স্বচালিত গাড়ি চলাচলের জন্য স্পষ্ট আইন না থাকা। ফলে অনেক প্রযুক্তি কোম্পানি সেবা চালু করতে দ্বিধায় ভুগছে। তবে আশার কথা, ইউরোপও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্য ইতোমধ্যেই অটোনোমাস ভেহিকল অ্যাক্ট নামের আইন পাশ করেছে, যা ২০২৬ সালের মধ্যে দেশটিতে স্বচালিত গাড়ির পথ খুলে দেবে। ইতোমধ্যে উবার ঘোষণা দিয়েছে, তারা ব্রিটিশ প্রযুক্তি কোম্পানি ওয়েভের সঙ্গে যৌথভাবে রাস্তায় স্বচালিত গাড়ি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শহর নয়, ভবিষ্যতের পরিবহণব্যবস্থা বদলে দিতে যাচ্ছে এই প্রযুক্তি। স্বচালিত গাড়ি, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে প্রবেশ করতেই প্রস্তুত হচ্ছে বিশ্ব।
