পরামর্শ
ট্রান্সমিশন ও ব্রেক ফ্লুইড নিয়ে সতর্কতা
জাকির হোসেন সরকার
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানির পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশের জন্য ইঞ্জিন অয়েল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইড ব্যবহার গাড়ির জন্য অত্যাবশ্যকীয়। কেননা ইঞ্জিন অয়েলের যথাযথ ব্যবহার না করলে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষয় হয়ে পুরো ইঞ্জিন অকেজো হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট সময় পর গাড়ি একটা নির্দিষ্ট মাইলেজ অতিক্রম করার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নিতে হবে। এছাড়া ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইডও গাড়ির জন্য খুবই অত্যাবশ্যকীয় উপাদান। কারণ গাড়ির পুরো ব্রেকিং সিস্টেম কাজ করে ব্রেক ফ্লুইডের মাধ্যমে। কোনো কারণে যদি গাড়ির ব্রেক ফ্লুইড লিকেজ করে বা পড়ে যায়, তাহলে গাড়ির ব্রেক আর কাজ করবে না। সুতরাং, নিশ্চিত দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে আপনাকে। তাই এসব সমস্যার সমাধানে প্রতিদিন গাড়ি চালানোর আগে ইঞ্জিন অয়েল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইডের পরিমাণ পরীক্ষা করতে হবে। কেননা অতিরিক্ত গরমে ইঞ্জিন অয়েল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইডের বাষ্পীভবনের হার বেড়ে যায়। কোন কোন ক্ষেত্রে একেবারে নিঃশেষ হয়ে যায়। তখন গাড়ি চালাতে গিয়ে নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়। আবার অনেক সময় গাড়ির ব্রেক অয়েল চেম্বার লিকেজ ও ব্রেক অয়েল সার্কুলেশন পাইপগুলো লিকেজ হওয়ার কারণেও ব্রেক অয়েল বা ফ্লুইড পড়ে গিয়ে দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টার থেকে এগুলো সারিয়ে নিতে হবে।
