Logo
Logo
×

অটোটেক

ডেভিড বেকহ্যামকে মার্ক অ্যান্থনির উপহার

Icon

তানজিমা হালিম

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেলিব্রিটি মহলে উপহার লেনদেনের ঘটনা নতুন কিছু নয়। তবে মার্ক অ্যান্থনি যা করলেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন। ঘনিষ্ঠ বন্ধু ও ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামকে তিনি উপহার দিলেন বিলাসবহুল গাড়ি। যার মূল্য ২৬ মিলিয়ন মার্কিন ডলার! এ উপহার শুধু সম্পদের প্রদর্শন নয়, বরং দুই তারকার মাঝে বছরের পর বছর ধরে গড়ে ওঠা হৃদ্যতার এক অসামান্য নিদর্শন। এ বিশেষ গাড়িটি তৈরি করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান হেডলি স্টুডিওস। তারা মূলত ক্লাসিক কার রিস্টোরেশন ও হাই অ্যান্ড হস্তনির্মিত গাড়ি তৈরির জন্য বিশ্বখ্যাত। এ গাড়িগুলো চলমান শিল্পকর্ম হিসাবে পরিচিত, যেগুলো প্রতিটি তৈরি হয় সম্পূর্ণ হাতে, কাস্টম ডিজাইনে। এ গাড়িতে ব্যবহার করা হয়েছে হ্যান্ড-রোলড অ্যালুমিনিয়াম, সলিড সিলভার ব্যাজ ও খাঁটি ব্রিটিশ উপাদান; যা একে অন্যান্য বিলাসবহুল গাড়ি থেকে একেবারেই আলাদা করে তোলে। ডেভিড বেকহ্যাম ও মার্ক অ্যান্থনির বন্ধুত্ব বহুদিনের। মার্ক অ্যান্থনি নিজেও বলেন, বেকহ্যাম তার জীবনে শুধু বন্ধু নন, একজন ভাইয়ের মতো।

এ দামি উপহারকে কেন্দ্র করে প্রশ্ন উঠতেই পারে-এত ব্যয়বহুল উপহারের পেছনে উদ্দেশ্য কী? বিশ্লেষকরা বলছেন, এটি নিছক দেখানদারির চেয়ে অনেক বেশি কিছু। এটা বন্ধুত্বের প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ। আর এ ধরনের ব্যতিক্রমী উপহার প্রমাণ করে, সত্যিকারের বন্ধুত্ব কেবল স্মৃতিতে সীমাবদ্ধ থাকে না, বরং সেটাকে স্মারকেও রূপ দেওয়া যায়। গাড়ির অভ্যন্তরীণ ডিজাইন, রেট্রো ফিনিশ, আর নান্দনিকতা-সব মিলিয়ে এটি একটি ‘আনম্যাচড মাস্টারপিস’। কেবল বেকহ্যামের গ্যারাজেই নয়, এটি হতে পারে ভবিষ্যতের একটি ঐতিহাসিক সংগ্রহ। সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ হিসাবে মার্ক অ্যান্থনির এ উপহার আজ শুধু শোবিজ দুনিয়ায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিলাসিতা যখন ভালোবাসার রূপ পায়, তখন তা ইতিহাস হয়ে ওঠে-ঠিক যেমন হয়েছে এবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম