Logo
Logo
×

অটোটেক

যা জানতে চান

কিছু গাড়ির নম্বর প্লেট হলুদ রঙের কেন?

Icon

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তানভির তানিম, ঢাকা

সড়কে চলাচলের সময় আমরা সাধারণত দুটি রঙের গাড়ির নম্বর প্লেট দেখি-সাদা এবং হলুদ। সাদা রঙের নম্বর প্লেট বেসরকারি ব্যবহারের গাড়িতে ব্যবহৃত হলেও হলুদ রঙের নম্বর প্লেট কিছু নির্দিষ্ট গাড়িতে বরাদ্দ থাকে। বিশ্বব্যাপী রীতির ধারাবাহিকতায় বাংলাদেশেও কূটনৈতিক শ্রেণির যানবাহনের জন্য হলুদ রঙের বিশেষ নম্বর প্লেট ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য হলো-এসব যানবাহনকে সহজে শনাক্ত করা এবং নির্দিষ্ট কিছু কূটনৈতিক সুবিধা প্রদান। বিদেশি দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা বাংলাদেশে কর্মরত, তাদের অনুমোদিত ব্যক্তিগত গাড়িতে সাধারণত এ হলুদ নম্বর প্লেট ব্যবহার করা হয়।

রিয়াদ হোসেন বাবু, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম