Logo
Logo
×

অটোটেক

বাংলাদেশে হোন্ডার নতুন চমক

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে হোন্ডা গাড়ির নতুন সংযোজন হিসাবে আত্মপ্রকাশ করেছে হোন্ডা সিটি ই-এইচইভি। পরিবেশবান্ধব হাইব্রিড প্রযুক্তির এ অত্যাধুনিক গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে হোন্ডার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হোন্ডা শোরুমে জমকালো এক অনুষ্ঠানে গাড়িটি উদ্বোধন করেন ডিএইচএস মোটরসের সিইও ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশিদ ও ফারহান সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী। গাড়ি উন্মোচন উপলক্ষ্যে ছিল একটি উপস্থাপনা এবং অতিথিদের অংশগ্রহণে রোমাঞ্চকর সিম-রেসার প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের জন্য ছিল পুরস্কারের আয়োজন। ১৫০০ সিসি হাইব্রিড ইঞ্জিন সমৃদ্ধ হোন্ডা সিটি ই-এইচইভি গাড়িটি অফার করছে মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা ও অসাধারণ মাইলেজ। লেদার ইন্টেরিওর, ব্যাকসিট এসি কন্ট্রোল এবং প্রিমিও থেকেও বড় বডি ডিজাইন-সব মিলিয়ে এটি একটি বিলাসবহুল ও আরামদায়ক রাইড। ডিএইচএস মোটরসের পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি প্রতিশ্রুতি এবং ‘গ্রিন বাংলাদেশ’ বাস্তবায়নে এ উদ্যোগ একটি শক্ত বার্তা দিচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম