Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

কাইলিই যেন এক আধুনিক রাজকন্যা

Icon

মাশরুরা ইসলাম

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলোকছায়ায় মোড়ানো এক রাজকীয় জীবনের নাম কাইলি জেনার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিটি পোস্ট যেন বিলাসিতার এক নতুন সংজ্ঞা দেয়। গয়না, মেকআপ, ব্যক্তিগত জেট-সবই আলোচনার বিষয়, তবে তার গোপন সাম্রাজ্যের সবচেয়ে রহস্যময় অংশ হলো গাড়ির সংগ্রহ। একাধিক সূত্র বলছে, এ সংগ্রহের মূল্য ১ কোটি ডলারেরও বেশি। একদিকে বিশ্বজুড়ে কসমেটিক ব্র্যান্ড দিয়ে দাপট, অন্যদিকে গ্যারেজে রাখা দুষ্প্রাপ্য গাড়ির সমারোহ-কাইলি যেন এক আধুনিক রাজকন্যা, যার রথগুলো চার চাকায় চলে।

বুগাটি চিরন : ট্র্যাভিস স্কটের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জন্য উপহার হিসাবে কাইলি কেনেন বুগাটি চিরন। ৩০ লাখ ডলারের এ হাইপারকার ১১০৩ কিলোওয়াট শক্তিসম্পন্ন এবং মাত্র ২.৩ সেকেন্ডে পৌঁছে যেতে পারে ১০০ কিমি/ঘণ্টায়।

রোলস-রয়েস : তার কালেকশনে রয়েছে বেশ কয়েকটি রোলস-রয়েস, যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো কাস্টম-ডিজাইন করা অল পিঙ্ক রঙের ‘মম কার’ ওয়ার্থ। এ গাড়িতে খোদাই করা আছে কাইলির মেয়ের নাম, রয়েছে আউটওয়ার্ড-ওপেনিং ডোর, এমনকি একটি ইন-বিল্ট বুস্টার সিটও। এছাড়া কালিনান এসইউভি এবং ৪ লাখ ডলারের ফ্যান্টমও রয়েছে তার সংগ্রহে।

মার্সিডিজ-এএএমজি জি৬৩ : জার্মান প্রযুক্তির অন্যতম দৃষ্টান্ত জি-ওয়াগন একসময় ছিল সামরিক বাহিনীর জন্য, এখন তা বিলাসবহুল জীবনের প্রতীক। কাইলির গ্যারেজেও এর অবস্থান সুপ্রতিষ্ঠিত।

ল্যাম্বরগিনি : তার সংগ্রহে রয়েছে চমকপ্রদ রঙে রাঙানো দুটি ল্যাম্বরগিনি-৪ লাখ ডলারের অ্যাভেনটাডর ও ২ লাখ ডলারের উরুস। এগুলো যেন গ্যারেজে দাঁড়িয়ে থাকা নয়, বরং চলমান ক্যানভাস।

ফেরারি লা ফেরারি অ্যাপার্তা : ১.৪ মিলিয়ন ডলারের এ সীমিত সংস্করণের হাইব্রিড হাইপারকারটি কাইলির সংগ্রহে সবচেয়ে দুর্লভ। ফেরারির ‘হোলি ট্রিনিটি’র অন্যতম এই গাড়ি প্রযুক্তি আর সৌন্দর্যের অনবদ্য মিশেল।

প্রতিটি গাড়িই যেন তার ব্যক্তিত্বের একেকটি রূপ। কোথাও মায়ের কোমলতা, কোথাও বিজনেস আইকনের দৃঢ়তা, আবার কোথাও তরুণীর উচ্ছ্বাস। কাইলি জেনারের গ্যারাজ আসলে একটি রোলিং আর্ট গ্যালারি, যা শুধু চলাচলের মাধ্যম নয়, বরং তার রাজকীয় জীবনের নীরব ভাষ্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম