তারকার গাড়িবিলাস
বার্বির গ্যারেজে গ্ল্যামার গতি আর সবুজের প্রতিচ্ছবি
তানজিমা হালিম
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বার্বি সিনেমার দুনিয়া মাতানো মার্গট রবি কেবল রূপ আর অভিনয়ের জন্যই নয়, স্টাইলিশ ও সচেতন জীবনধারার জন্যও প্রশংসিত। ঠিক যেমন তিনি পোশাকে আভিজাত্য আর বার্তা দুটোই তুলে ধরেন, তেমনি তার গাড়ির কালেকশনেও মেলে স্টাইল, স্পিড আর সাস্টেইনেবিলিটির নিখুঁত সমন্বয়।
২০১৭ সালে মার্গট রবি নিসান ইলেকট্রিক গাড়ির গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে আলোচনায় আসেন। এ ঘোষণার অংশ হিসাবে তিনি মোনাকোর রাস্তায় নিসানের ফিউচারিস্টিক ব্লেড গ্লাইডার গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দেন। মাত্র তিন আসনের এ ইলেকট্রিক কনসেপ্ট কারটি তার দারুণ ড্রাইভিং স্কিল ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি আগ্রহের সাক্ষী। তার ব্যক্তিগত কালেকশনেও রয়েছে বিলাসিতা আর পরিবেশ ভাবনার ছাপ। মার্গটের গ্যারেজে দেখা যায় মার্সিডিজ-এএমজি, অডি এ৬ এবং লেক্সাস আরএক্স-এর মতো চোখ ধাঁধানো মডেল। মার্সিডিজ-এএমজি তার জন্য গতি আর গ্ল্যামার দুই-ই, অন্যদিকে অডি এ৬ প্রতিদিনের আরামদায়ক রাইডের জন্য আদর্শ। আবার হাইব্রিড লেক্সাস আরএক্স বেছে নিয়ে তিনি জানিয়ে দেন, স্মার্ট মানুষরাই এখন পরিবেশবান্ধব গাড়ির দিকে ঝুঁকছে। এ ছাড়া নিসান লিফ ও নিসান অ্যারিয়ার মতো ইলেকট্রিক গাড়ির প্রচারণায় অংশ নিয়ে তিনি তরুণ প্রজন্মকে ক্লিন এনার্জির পথে উৎসাহিত করেছেন। গাড়ি তার কাছে শুধু বাহন নয় এটা একটি স্টেটমেন্ট।
তাই মার্গট রবি কেবল রুপালি পর্দার নয়, বাস্তব জীবনেরও রোল মডেল, যার গাড়ির স্টিয়ারিংয়ে আছে পরিবেশ নিয়ে দায়বদ্ধতা, আর গ্লাভবক্সে থাকে নিখুঁত স্টাইল সেন্স।
