Logo
Logo
×

বাংলার মুখ

দেশসেরা গুণী শিক্ষক ত্রিশালের আছমা

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রিশালের রওশন আরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার দেশের সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষাদানে কৃতিত্বের পাশাপাশি তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অনুমোদিত নবম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের লেখক হিসাবে সুনাম অর্জন করেছেন। শিক্ষাক্ষেত্রে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে শিক্ষা ও চাকরিক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে স্বীকৃতি পান। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম হন আছমা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, আছমা আক্তার দেশসেরা গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার গর্বিত ও আনন্দিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম