Logo
Logo
×

বাংলার মুখ

বদলি ঠেকাতে তদবিরে সফল কার্য সহকারী

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বদলি ঠেকাতে তদবিরে সফল কার্য সহকারী

কার্য সহকারী হিসাবে কর্মরত মনিরুজ্জামান। ছবি: যুগান্তর

কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে (পিআইও) কার্য সহকারী হিসাবে কর্মরত মনিরুজ্জামান প্রায় পাঁচ বছর ধরে একই কর্মস্থলে বহাল আছেন।

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক আবু নাছের মোহাম্মদ বাবরের স্বাক্ষরিত আদেশে তাকে টেকনাফে বদলি করা হয়। তবে তদবিরের মাধ্যমে মাত্র দশদিনের মধ্যে সেই বদলি আদেশ প্রত্যাহার করিয়ে নেন তিনি। এতে মোটা অংকের টাকা লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কুতুবদিয়া পিআইও অফিসে নিয়মিত পিআইও না থাকায় অফিসটি এখন কার্যত মনিরুজ্জামানের একক নিয়ন্ত্রণে। গত পাঁচ বছরে সরকারি বরাদ্দের চাল বিতরণসহ নানা প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ঘুস ছাড়া কোনো বিল ছাড় দেন না তিনি। তার এসব কর্মকাণ্ডে ঊর্ধ্বতন কর্মকর্তারাও নীরব সমর্থন দিয়ে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ।

তারা বলেন, ‘একজন সরকারি কর্মচারীর একই অফিসে পাঁচ বছর থাকা নজিরবিহীন। বদলির খবর শুনে আমরা স্বস্তি পেয়েছিলাম কিন্তু আবার ফিরিয়ে আনা হয়েছে তাকে।’

অভিযোগ প্রসঙ্গে কার্য সহকারী মনিরুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তো পিআইও বা ইএনও নই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

স্থানীয়রা পিআইও অফিসে দুর্নীতি-অনিয়মের তদন্ত ও নিয়মিত কর্মকর্তার নিয়োগ দাবি করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম