Logo
Logo
×

বাংলার মুখ

সব ধর্মের মানুষ এক পরিবার হয়ে বাঁচতে চাই: শামীম সাঈদী

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সব ধর্মের মানুষ এক পরিবার হয়ে বাঁচতে চাই: শামীম সাঈদী

শামীম সাঈদী। ছবি: সংগৃহীত

পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী বলেছেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান-সবাই মিলে একটি পরিবার হিসাবে বাঁচতে চাই। সংখ্যালঘুদের ওপর যে কোনো প্রতিবন্ধকতা দূর করতে চাই। বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বন্দরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামীম সাঈদী আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামী কখনো অমুসলিমদের ওপর নির্যাতন বা সম্পত্তি দখলের ঘটনা ঘটায়নি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী যখন সংসদ-সদস্য ছিলেন, তখন হিন্দু সম্প্রদায়ের লোকজন ডিমের কুসুমের মতো নিরাপদে ছিলেন। তিনি দাবি করেন, জামায়াতকে ভুলভাবে পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয়। দলটি কখনোই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বা ব্যবসায়িক সম্পর্ক রাখে না। মুসলিম লীগ রাজাকার ছিল, জামায়াত নয়। ইসলামের কথা বললেই কেউ রাজাকার হয়ে যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতারাসহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন দিলিপ সিকদার বুলু, নারায়ণ চন্দ্র ডাকুয়া, তাপস মজুমদার, সমির বাবু, মানিক সরকার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম