গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা
সমালোচনার মুখে তৃতীয় মামলা প্রত্যাহার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় হওয়া তৃতীয় মামলাটি প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় হওয়া তৃতীয় মামলাটি প্রত্যাহার করা হয়েছে। সমালোচনা ও প্রতিবাদের মুখে সোমবার গোয়ালন্দের আমলী আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী ও নুরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম।
বাদী পক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বলেন, আসামিদের সঙ্গে বাদীর আপস-মীমাংসা হয়ে গেছে বলে সোমবার মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, হামলার ঘটনার ৬৮ দিন পর ১৩ নভেম্বর এ মামলাটি করেছিলেন বাদী শিরিন বেগম। এতে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত আসামি করা হয়।
