এক জীবন, এক লড়াই
চা শ্রমিক বিলাশ খাখার বাঁচার আকুতি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের এক চা শ্রমিকের সন্তান বিলাশ খাখার জীবনযুদ্ধে লড়ছেন। কয়েক মাস আগে তার পেটে গুরুতর অসুস্থতায় অপারেশন করাতে হয়। কিন্তু অপারেশনের পর তার পেটের অংশ বাইরে বেরিয়ে আসে। চিকিৎসক সতর্ক করেছেন, অতি দ্রুত আরেকটি অপারেশন না হলে তার জীবন বিপন্ন হতে পারে। বিলাশের পরিবার অত্যন্ত দরিদ্র। দ্বিতীয়বারের অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার খরচ তাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। সে কারণে সমাজের সহমর্মী মানুষের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সমাজকর্মী বিজয় গোয়ালা বলেন, সামান্য সাহায্যও বিলাশকে স্বাভাবিক জীবনে ফেরাতে সক্ষম। আমরা ইতিমধ্যেই কিছু ব্যবস্থা করেছি, তবে আরও মানুষের সহযোগিতা প্রয়োজন। চা বাগানের মানুষদের নিু আয়ের কারণে তারা আর্থিক সহায়তা দিতে পারছেন না। শ্রমিক নেতা স্বরজিত ফাশি বলেন, বিলাশ একজন চা শ্রমিক। আমরা সবাই যদি সামান্য সহযোগিতা করি তার জীবন আবার স্বাভাবিক হতে পারে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর : ০১৭৬২৪০৭৬৩০।
