Logo
Logo
×

বাংলার মুখ

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফ ছেলেসহ আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ৫ তলা বাড়ি ফ্ল্যাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে শুক্রবার খুলনার বয়রা এলাকা থেকে তাদের আটক করা হয়। আব্দুল লতিফ কামারবাসয়সা গ্রামের বাসিন্দা। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর লতিফের নামে আটটি হত্যা ও নাশকতা মামলা হয়েছে। পাশাপাশি তার ছেলে রাসেল তিনটি মামলার আসামি। তারা পালিয়ে খুলনায় গিয়ে বয়রা এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তারা সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচতলা বাড়িটি একাংশ উকিল কমিশনের মাধ্যমে ফ্ল্যাট আকারে বিক্রি করেন। পরে আরও কয়েকটি ফ্ল্যাট বিক্রির জন্য উকিল কমিশন করে সাব রেজিস্ট্রারকে খুলনায় নিয়ে যান। তিনি ৩০ লাখ টাকা বিশেষ সুবিধা দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রির উদ্যোগ নেন। দলিল লেখক হিসাবে দায়িত্ব পালনের জন্য সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামকে দায়িত্ব দেন। সেই অনুযায়ী শুক্রবার সাব রেজিস্ট্রার অমায়িক বাবু বয়রায় পৌঁছানোর পরপরই গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন বলেন, ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম