কুমিল্লা-৬ ও সুনামগঞ্জ-২ আসন
নিজেদের পোস্টার অপসারণ করলেন জামায়াত প্রার্থীরা
কুমিল্লা ব্যুরো ও সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণার পরপরই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন ও দলীয় সংশ্লিষ্ট সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা প্রদান করেন। সে নির্দেশনা অনুসারে কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ-সদস্য প্রার্থী ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ রাস্তায় নেমে নিজের পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে তার নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে এসব পোস্টার-ব্যানার নিজেই অপসারণ করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমি ইতোমধ্যে নিজের সব নেতাকর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে সব ব্যানার-পোস্টার অপসারণের কথা বলে দিয়েছি। আমি নিজেই এ কাজ শুরু করেছি।’
এদিকে সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির নিজের লাগানো পোস্টার নিজেই অপসারণ শুরু করেছেন। শুক্রবার সকালে তিনি তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার অপসারণ শুরু করেন। এ সময় তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি দলের সব নেতাকর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে সব ব্যানার-পোস্টার অপসারণ করতে বলে দিয়েছি।’
