বিক্রয় নিষিদ্ধ শাপলাপাতা ১ লাখ ৩১ হাজারে ক্রয়
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা মোহনায় জেলের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের বিরল শাপলাপাতা মাছ। সামুদ্রিক প্রাণীটি স্থানীয় জেলে, ব্যবসায়ী ও কৌতূহলী মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নিষিদ্ধ প্রজাতির এই মাছ ধরা ও বিক্রির ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার দিবাগত রাতে হাতিয়ার মেঘনার মোহনায় সাগরে গ্যাসকূপের কাছে মাছ ধরতে গিয়ে জেলে কামাল মাঝি ওরফে মালয়েশিয়া মাঝির জালে ধরা পড়ে মাছটি। ভোরে জাল তোলার সময় মাঝিদের মনে হয় অনেক মাছ উঠেছে; কিন্তু পরে বুঝতে পারেন জালের ভার অস্বাভাবিক। ১৫ জন মাঝি-মাল্লা চেষ্টা করেও জাল তুলতে না পারায় পাশের নৌকার জেলেদের সহযোগিতা নিতে হয়। দুই নৌকার প্রায় দুই ডজন মানুষের প্রচেষ্টায় মাছটি উত্তোলন করা সম্ভব হয়। পরে এটি দানারদোল মাছঘাটে আনা হয়। বৃহস্পতিবার বিকালে বুড়িরচর ইউনিয়নের দানারদোল বাজারে মাছটি নিলামে তোলা হয়। আইন অনুযায়ী এ প্রজাতির মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী এক লাখ ৩১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। তিনি জানান, মোকামে শাপলাপাতা মাছের ভালো চাহিদা রয়েছে এবং বেশি দামে বিক্রির আশায় তিনি এটি কিনেছেন। জেলে কামাল মাঝি বলেন, দীর্ঘদিনের দুঃসময়ের পর এত বড় মাছ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। বোটের সবাই পরিশ্রম করায় প্রত্যেক মাঝি-মাল্লাকে ৫ হাজার টাকা করে দিতে পেরেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান জানান, শাপলাপাতা মাছ বিপন্ন প্রজাতি হওয়ায় এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গকারীর বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে।
