Logo
Logo
×

বাংলার মুখ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ

দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানী ঢাকায় গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কর্মসূচি থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। উপস্থিত ছিলেন রাকসুর ভিপি ও রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সাল। পাবনায় ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জুলাই যোদ্ধা ছাত্র-জনতা। সন্ধ্যা ৭টায় পাবনা শহরের ট্রাফিক মোড় (শহীদ চত্বর) থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার শহীদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য দেন জুলাই যোদ্ধা বিপ্লব, বাকি বিল্লাহ, সাদিয়া কুদ্দুস, আবুল হাশেম প্রমুখ। বক্তারা অবিলম্বে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। যশোরে ‘সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাশেদ খান, ইমরান খান, এনসিপি নেতা নুরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাশেদ খান, মরান খান, এনসিপি নেতা নুরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে সর্বস্তরের জুলাই যোদ্ধা ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল রায়হান (রুদ্রাক্ষ রায়হান), আল হেরা শিল্পগোষ্ঠীর উপদেষ্টা এনাম হক, জুলাই যোদ্ধা তরিকুল ইসলাম, জুলাই অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংগঠক হাওলাদার হাসিব, ইনকিলাব মঞ্চের ববি শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, আপ বাংলাদেশ ববি শাখার আহ্বায়ক মোস্তফা শাহরিয়ার, আপ বাংলাদেশের ববি শাখার সদস্য সচিব শাহরিয়ার মিরাজ। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে এনসিপি ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টাউন হল মোড়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার রাতে এনসিপি নগরীর ২ নম্বর গেটসংলগ্ন বিপ্লব উদ্যানে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। একইভাবে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দেওয়ানহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। বক্তারা বলেন, যারাই নির্বাচন বানচাল করতে চায়, তারাই ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। গুলি করেছে। সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। কুমিল্লার দেবিদ্বারে ছাত্র-জনতার উদ্যোগে মশাল মিছিল হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন। শিক্ষার্থীদের প্রতিনিধি মুহতাদির যারিফ সিক্ত, সিয়াম আহমেদ ও কাজী নাছিরের নেতৃত্বে মিছিল শুরু হলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে মিছিলে অংশ নেন। কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এবি পার্টি জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির মহানগরের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. রাশেদুল হাসান, খালেদ হোসেন, ইনকিলাব মঞ্চ আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, আপ বাংলাদেশের জেলা আহ্বায়ক হাসিব আহমেদ। কমলনগরে হাজিরহাট বাজারে মিছিল করেছে জামায়াত। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির, বর্তমান আমির মাওলানা আবুল খায়ের, সাবেক আমির মাওলানা নুরউদ্দিন, চরলরেন্স ইউনিয়ন আমির সৈয়দ আনোয়ার হোসেন। খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন জেলার সর্বস্তরের ছাত্র-জনতা। দিনাজপুরের নবাবগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নাজীব, জাহিদ হাসান, তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী জোট। বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নাঈম মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান। মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয়তাবাদী কৃষকদল। সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাসেল মজুমদার, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, মাজেদুল হক, যুগ্ম সদস্য সচিব মো. সফিউল্লাহ। খাগড়াছড়িতে সমাবেশে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মতিন ইফতি, আমিনুল ইসলামসহ অন্যরা। মানিকগঞ্জে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ইসাক আহমেদ ইকু, রমজান মাহমুদ, ওমর ফারুক, ঢাবি সাইদুজ্জামান নুর আলভী, জবি শিক্ষার্থী সামিউল ইসলাম সামি, বিপ্লবী মঞ্চের মানিকগঞ্জের মুখপাত্র এহসানুল প্রমুখ। কুমারখালীতে বিক্ষোভ করেছেন আহত জুলাই যোদ্ধারা। উপজেলা আহত জুলাই যোদ্ধা কমিটির সভাপতি আমির হামজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ আহত জুলাই যোদ্ধা তরিকুল ইসলাম রিপন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আহত জুলাই যোদ্ধা মফিজুর রহমান শাহিন প্রমুখ। সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুর আলম মিয়া নুর, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উপজেলা যুগ্ম-সমন্বয়ক আজিজুর রহমান, উপজেলা শিবির সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শিবির সভাপতি শাহীন সরকার প্রমুখ। পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি নেতাকর্মীরা। জেলা এনসিপির নেতাকর্মীসহ রিফায়েত কবির খান, মিরাজ ইমতিয়াজ তোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাসেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, মো. ইব্রাহিম, মো. খলিল, সাইদুর জামান সাকিব, রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, ওসমান হাদির ওপর এ হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। মঞ্চের সদস্য সচিব মো. মেহেদী হাসান হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানান। বক্তব্য দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলী। বিক্ষোভ শেষে শহীদ আবু সাঈদ ফটকে হাদির সুস্থতা কামনায় সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে চাকসু নেতারা ও শিক্ষার্থীরা। চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রে আগামী নির্বাচন বানচাল করার জন্য এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা আমাদের ভাইদের হত্যা করার জন্য বিভিন্ন নীল নকশা করেছে। দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বে।’ চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আমরা জনগণকে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।’ নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শহর জামায়াতে ইসলামী। মিছিল শেষে শহর আমির অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের পরিচালনায় বক্তব্য দেন সদর আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী প্রমুখ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এনএসের নেতাকর্মীরা অংশ নেন। কুড়িগ্রামে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি জেলার আহ্বায়ক মুকুল মিয়া, যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, গণঅধিকার পরিষদের জেলা সহসভাপতি বাবুল আব্দুল্লাহ, ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম