Logo
Logo
×

বাংলার মুখ

মহম্মদপুরে ধর্মঘট করা ৩৪ শিক্ষককে শোকজ

জবাব লিখে দিলেন শিক্ষা কর্মকর্তা

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাগুরার মহম্মদপুরে দাবি আদায়ে পরীক্ষা বন্ধ করে অবস্থান ধর্মঘট করা প্রাথমিকের ৩৪ শিক্ষককে বুধবার শোকজ করা হয়েছে। শিক্ষকদের সেই শোকজের জবাব লিখে দিয়েছেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হামিদুর রহমান। জবাব লিখে দেওয়া ছাড়াও তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের জন্য আমার কত চুরি করা লেগেছে। আমাকে ডিসি স্যার ডেকে নিয়ে গেল। আমি পরে রিপোর্ট দিয়েছি তারা পরীক্ষা নিয়ে নিয়েছে।’ শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান ধর্মঘট করে শিক্ষকরা। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষককে পরীক্ষায় অসহযোগিতার অভিযোগ এনে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তারা এর জবাব দেবেন। শিক্ষা কর্মকর্তা হামিদুর রহমান জানান, শিক্ষকরা আমার কাছে পরামর্শ চেয়েছিল। ইউএনও মুহ. শাহনুর জামান বলেন, জবাব কেন লিখে দেবে? বিষয়টি আমি জানাতে পেরেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম