Logo
Logo
×

বাংলার মুখ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

গুলিতে নিহত তোসিকুরের লাশ হস্তান্তর

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পতাকা বৈঠকের একদিন পর গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক তোসিকুর ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরটেক সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হয়। বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশটি বুঝিয়ে দেয়। বাংলাদেশি পুলিশের পক্ষে লাশ গ্রহণ করেন সুকমল চন্দ্র দেবনাথ। তিনি জানান, তোসিকুরের ডান কাঁধ থেকে বুক পর্যন্ত ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার ভারতের ভাগিরথী নদী থেকে তোসিকুরের লাশ উদ্ধার করে জঙ্গিপুর থানা পুলিশ। নিহত তোসিকুর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তোসিকুরের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা কার গুলিতে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে বিএসএফ নিশ্চিত করেনি।

এদিকে পরিবারের দাবি, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তোসিকুরকে ভারতের পিরোজপুর সীমান্তের কাছ থেকে গুলি করে হত্যার পর বিএসএফ ভারতের ভাগিরথী নদীতে ফেলে দেয়। পরে সেদেশের জঙ্গিপুর থানা পুলিশ তোসিকুরের লাশ নদী থেকে উদ্ধার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম