Logo
Logo
×

বাংলার মুখ

যশোরে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যশোর সদরের ওসমানপুরে আয়োজন করা হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুরগাড়ির দৌড় প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতায় ১২ জন তাদের গরুসহ গাড়ি নিয়ে অংশ নেন। স্থানীয় যুবসমাজের উদ্যোগে শনিবার আয়োজন করা হয় এ প্রতিযোগিতার।

প্রতিযোগিতায় অংশ নিতে আসেন যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের জোড়াদহ-কেসমত গ্রামের আবু তাহের। গতবারের প্রতিযোগিতায়ও অংশ নেন তিনি। বাঘারপাড়ার সুকদেবনগর থেকে অংশ নেন নজরুল মুন্সী। গত ২৫ বছর ধরে তিনি এমন প্রতিযোগিতায় অংশ নেন। পুরস্কার হিসাবে পেয়েছেন ১০টি টেলিভিশন, চারটি বাইসাইকেল, দুইটি ছাগল, নগদ টাকাও। আয়োজকদের একজন নূরল ইসলাম খোকন বলেন, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হবে ফিনিক্স বাইসাইকেল। দ্বিতীয় পুরস্কার ক্যাপটেন বাইসাইকেল এবং তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন। এছাড়া, আরও তিনটি বাটন মোবাইল ফোন রয়েছে সান্ত্বনা পুরস্কার। সংশ্লিষ্ট ওয়ার্ডের (৭ নম্বর) ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, ঐতিহ্যবাহী এ গরুরগাড়ির দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিবছরই হাজার হাজার মানুষ আসেন।

অনেকের আত্মীয়-স্বজনও আসেন বেড়াতে এবং খেলা দেখতে। এটি আমাদের একটি উৎসবও বটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম