Logo
Logo
×

বাংলার মুখ

পাবনা নলডাঙ্গায় আ.লীগের চার নেতা গ্রেফতার

Icon

পাবনা ও নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেনসহ তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজন হলেন-আটঘরিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আ.লীগের সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল। কামিলকে শনিবার বিকালে শহরের কৃঞ্চপুর নিজ বাড়ি থেকে এবং রতন ও চঞ্চলকে শুক্রবার রাতে আটঘরিয়া থেকে গ্রেফতার করা হয়।

এদিকে নাটোরের নলডাঙ্গায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুল আলীম সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার শেখপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আলীম নলডাঙ্গা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক। ওসি মো. সাকিউল আযম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম