Logo
Logo
×

বাংলার মুখ

বিএসএফের গুলিতে নিহত

দৌলতপুরের যুবকের লাশ হস্তান্তর

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক শান্তর লাশ হস্তান্তর করেছে। শনিবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। শান্ত দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার শিপন আলীর ছেলে। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ৫ ডিসেম্বর রাতে ১০ থেকে ১২ জন বাংলাদেশি চোরাকারবারি মাদক আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফের গুলিতে শান্ত গুরুতর আহত হয়। পরে ভারতের করিমপুর রুরাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম