আচরণবিধি লঙ্ঘনে লোহাগাড়ায় বিএনপি প্রার্থীকে জরিমানা
লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লোহাগাড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছান। জানা গেছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল শোডাউন করে মহাসড়কে যানজট সৃষ্টি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
