হেডফোনে কথা বলতে বলতে প্রাণ গেল সৈয়দপুরের যুবকের
ফরিদপুর বুড়িচংয়ে প্রাণ গেছে দুজনের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৈয়দপুরে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শনিবার এক যুবক নিহত হয়েছে। এছাড়া ট্রেনে কাটা পড়ে ফরিদপুর ও বুড়িচংয়ে দুই যুবক নিহত হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : নীলফামারীর সৈয়দপুরে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় হৃদয় রায় নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর হাঁটার সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লাগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরিদপুর শহরের আলিপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রাসেল শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাসেল মাগরিবের নামাজ শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রাসেল শেখ আলীপুর এলাকার আছমত শেখের ছেলে। কুমিল্লার বুড়িচংয়ে রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার থেকে শুক্রবার রাতে অজ্ঞাত এক যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার করেছে পুলিশ। রাতের যে কোনো সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়।
