রাজনগরে লিজের শর্ত ভঙ্গ
চা বাগানে টিলা ও গাছ কাটার অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজনগরে হাজীনগর চা বাগানের টিলা ও বেশ কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠেছে। লিজের শর্ত ভঙ্গ করে টিলা ও গাছ কাটায় রাজনগরের ইন্দেশ্বর তহশিল অফিসের তহশিলদার মো. আব্দুশ শহিদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। এদিকে থানায় মামলা দিলেও রেকর্ড করেনি পুলিশ। এছাড়া টিলা কাটায় পরিবেশ আইনে মামলা করতে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিচ্ছে রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস। এ ব্যাপারে শুক্রবার একটি চিঠি দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, সরকারি রেকর্ডভুক্ত রাজনগর উপজেলার হাজীনগর চা বাগন লিজ নিয়েছে প্যারাগন গ্রুপ। চা বাগান হিসাবে লিজ নিলেও কর্তৃপক্ষ সেখানে শুরু করেছে মুরগির ফার্ম ও হ্যাচারি। এতে গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ। এছাড়া বাগানটি বেশ ভেতরে হওয়ায় লিজ শর্ত ভঙ্গ করে তাদের ইচ্ছামতো বিভিন্ন প্রকল্প চালিয়ে আসছে। এদিকে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে বাগান কর্তৃপক্ষ সম্প্রতি সেখানে টিলা কাটা শুরু করে। এছাড়া ওই টিলায় থাকা বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছও কাটা হচ্ছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা পরিদর্শনে যান। টিলা কাটা ও গাছ কাটার সত্যতা পেয়ে তিনি ইন্দেশ্বর তহশিলদারকে মামলা করা জন্য নির্দেশ দেন। ইন্দেশ্বর তহশিল অফিসের তহশিলদার আব্দুশ শহিদ বাদী হয়ে গাছ কাটার অভিযোগে বাগান ম্যানেজারসহ সংশ্লিষ্টদের আসামি করে থানায় মামলা করেন। এদিকে টিলা কাটার অভিযোগে মামলা করার জন্য মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ইন্দেশ্বর তহশিল অফিসের তহশিলদার আব্দুশ শহিদ বলেন, ‘আইন লঙ্ঘন করে বাগান কর্তৃপক্ষ টিলা ও বাগানের গাছ কাটছে। আমরা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছি।’ হাজীনগর চা বাগান ম্যানেজার আব্দুশ শহিদ বলেন, ‘বাগানে চরম লোডশেডিং হয়। যার কারণে চা উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের জন্য একটি জেনারেটর আনার পরিকল্পনা করছি। জেনারেটরের গাড়ি ঢোকানোর জন্য ছোট একটি রাস্তা করছি, অন্য কিছু নয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা জানান, বাগান কর্তৃপক্ষ টিলা কেটেছে। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে টিলা কাটা ও গাছ কাটা হচ্ছে। গুরুতর অপরাধ হওয়ায় মোবাইল কোর্ট না করে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিতেন্দ্র বৈষ্ণব বলেন, তহশিলদার লিখিত অভিযোগ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মামলা গ্রহণ করা হবে।
