Logo
Logo
×

বাংলার মুখ

হাদিকে গুলির প্রতিবাদ

বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও দোয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানী ঢাকায় গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করা হয়। এদিকে, কয়েক স্থানে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ময়মনসিংহে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম খসরু। ময়মনসিংহের ফুলপুরে জেলা (উ.) ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন সুজার নেতৃত্বে ছাত্রদলের প্রতিবাদ মিছিল হয়েছে। বড়লেখায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হাসান, ছাত্রনেতা সাব্বির আহমদ, মাহফুজ খান সামি, তানভীর আহমদ, আব্দুল্লাহ আল মাছুম, আহমদুল হাসান প্রমুখ। নলছিটিতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। মদনে বক্তব্য দেন নেত্রকোনা জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ হাসনাথ জনি, যুগ্ম আহ্বায়ক সাঈদ বিন ফজল, আহত জুলাই যোদ্ধা মো. মাসুম মিয়া প্রমুখ। বানারীপাড়ায় বক্তৃতা করেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম প্রমুখ। কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ। পটুয়াখালীতে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের পদপ্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। রাজৈরে মানববন্ধনে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মুফতি মাহামুদুল্লাহ ফাহামির পরিচালনায় বক্তব্য দেন মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান। জামালপুরে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান। টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী। পাইকগাছায় আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও নেতারা। গোপালগঞ্জে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. কেএম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌফিকুল ইসলাম। বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধরনের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। সমাবেশে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন, বাবুল হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মাহফুজ উপস্থিত ছিলেন। পিরোজপুরে পথসভায় বক্তব্য বিক্ষোভ পরবর্তী জুলাই মঞ্চের আহ্বায়ক জিয়াউল হাসান, যুগ্ম আহ্বায়ক শায়লা আফরোজ, যুগ্ম মুখ্য প্রতিনিধি মো. আবুল হাসনাত লিমন, মুখ্য সমন্বয়ক আফরোজা তুলি। আগৈলঝাড়ায় প্রতিবাদ বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম-আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার। গৌরীপুরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার, মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন। কমলগঞ্জে বিক্ষোভ পরবর্তী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর। ভোলায় শনিবার ছাত্রশিবির এবং আগের রাতে ছাত্র-জনতার ব্যানারে মিছিল হয়েছে। হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী জিকে গউছ। বক্তৃতা করেন অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ। মিছিলে বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু প্রমুখ অংশগ্রহণ করেন। মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী। গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, এনসিপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সফিপুর বাজার এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ হয়। বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ মনির বাবু প্রমুখ। উপজেলা এনসিপির আয়োজনে চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও গাজীপুর-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী দেওয়ান মাহবুব আলম পনিরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন, যুগ্ম সমন্বয়কারী সজিব হোসাইন জিকু, মাসুদ রানা, জেলা ছাত্র শক্তির সদস্য সচিব জাহিদুর রহমান জয় প্রমুখ। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখা। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, সংগঠনটির মহানগর শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচএম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার। নীলফামারীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সম্পাদক মোজাম্মেল হক মোজাম। কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীতে পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ-সদস্য আমিনুর রশীদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। দেবিদ্বারে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। মাগুরায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির জেলা শাখার সভাপতি আমিনউদ্দিন আশিক, সেক্রেটারি মো. জুবায়ের। রাঙামাটিতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক মামুনুর রশিদ, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো। চাটখিলে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, সেক্রেটারি রিয়াজ, পৌরসভা জামায়াতের আমির আক্তার হোসেন। কমলনগরে উপজেলা জুলাই মঞ্চের সদস্য সচিব আব্দুল আহাদ ফারাবির সভাপতিতে সমাবেশ হয়েছে। লক্ষ্মীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াত ইসলামি কমলনগর উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান মান্না, ইসলামি যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক শোহরাফ হোসেন স্বপন, ছাত্র অধিকার পরিষদ কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বেলকুচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাধারণ আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ। উল্লাপাড়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, এনসিপির সিরাজগঞ্জ জেলা যুবশক্তির মুখ্যসংগঠক মেহেদী হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদ, সেক্রেটারি হাফেজ জাকারিয়া হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন। রাণীনগরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। খাগড়াছড়িতে জেলা যুবদলের পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। সুনামগঞ্জে সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম’র পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আলম, বিএনপি নেতা, আ.ত.ম মিছবাহ। জয়পুরহাটে শুক্রবার রাতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। বক্তব্য দেন জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জোহরা খাতুন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা যুব শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিব। গাইবান্ধায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক এবং বিএনপি মনোনীত গাইবান্ধা-২ আসনের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু। কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল শেষে কলেজ মোড় দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুবদল সভাপতি রায়হান কবির। তিতাসে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া। বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া। চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভার শেষে ওসমান হাদির আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা সাধারণ সম্পাদক তুষার ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্কো, এনসিপি নেতা সোহেল পারভেজ, জুবায়ের হোসেনঋ, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন। গোমস্তাপুরে মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম। বক্তব্য দেন বিএনপি প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি। ভাঙ্গায় উপজেলা এনসিপির আহ্বায়ক আসরাফ শেখের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম