Logo
Logo
×

বাংলার মুখ

বরিশাল-৩ আসন

বিএনপির প্রার্থী জয়নুল মাঠে আছেন সাত্তার

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির প্রার্থী জয়নুল মাঠে আছেন সাত্তার

অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ফাইল ছবি

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ২৪ ডিসেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি গ্রহণ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, ৩ নভেম্বর প্রাথমিকভাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় বিএনপির একটি অংশ এর বিরোধিতা করে মশাল মিছিল, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তবে সবকিছু বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় হাই কমান্ড দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ওপর চূড়ান্ত আস্থা রাখে। এদিকে জয়নুল আবেদীনের মনোনয়ন চূড়ান্ত হলেও বাবুগঞ্জ-মুলাদী এলাকায় রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। মনোনয়নবঞ্চিত মুলাদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আব্দুস সাত্তার খানকে ঘিরে তার সমর্থকরা রাজপথে সক্রিয় রয়েছেন।

জানা গেছে, বাবুগঞ্জ ও মুলাদী-এই দুই উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন। মুলাদী উপজেলার সাতটি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের একাংশের নেতাকর্মী ও সমর্থক এখনো আব্দুস সাত্তার খানের পক্ষে অবস্থান করছেন এবং তাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। একইভাবে বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপির একটি অংশও তাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দেখতে চায়। তারা এখনো আব্দুস সাত্তার খানের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে মাঠ সরগরম করে রেখেছেন।

এ বিষয়ে আব্দুস সাত্তার খান বলেন, ‘তৃণমূলের কর্মীরাই আমার রাজনীতির প্রাণশক্তি। তাদের এমন অনুরোধ আমি উপেক্ষা করতে পারি না। সবদিক বিবেচনা করে আগামী ২৯ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’ অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘ধানের শীষই হবে মানুষের মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম