টাঙ্গাইল-৩ আসনে আ’লীগের প্রার্থী হতে চান নুরুল আলম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সোনালী ব্যাংকের পরিচালক ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা ড. মো. নুরুল আলম তালুকদার। শনিবার টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
এদিকে টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন। ড. মো. নুরুল আলম তালুকদার জানান, তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে ভালো সারা পাচ্ছেন। দল থেকে তিনি মনোনয়ন পেলে আসনটি আওয়ামী লীগের দখলেই থাকবে মনে করছেন। আর তিনি এমপি হলে সাধারণ মানুষের পাশে থেকে সব ধরনের সেবা করার আশ্বাসও দেন। সংবাদ সম্মেলনে সাবেক ব্যাংকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বক্তব্য রাখেন।
