Logo
Logo
×

বাংলার মুখ

গাংনীতে রাস্তা নির্মাণে অনিয়ম জনতার রোষানলে মেয়র

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাংনী পৌর এলাকার ২নং ওয়ার্ড শিশিরপাড়ায় প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। অনিয়মের কারণে এলাকাবাসী ফুঁসে উঠেছেন। বৃহস্পতিবার রাস্তা নির্মাণে অনিয়মের কারণে তোপের মুখে পড়েন মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন রাস্তা চটাধরে উঠে যাচ্ছে। এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণের শুরু থেকে অনিয়মের অভিযোগ করে আসছেন তারা। পৌর মেয়রের কাছে বারবার অনিয়মের কথা জানালে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং এলাকাবাসীকে হুমকি দিয়েছেন পৌর মেয়র। এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তা নির্মাণের শুরু থেকে নিুমানের ইট, খোয়া, বালু ব্যবহার করে আসছে। বুধবার রাস্তায় বিটুমিন দিয়ে পাকাকরণ করা হয়। রাস্তা পাকা করার সময় পুনরায় এলাকাবাসী অনিয়মের অভিযোগ তুলে প্রথমে ওই ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানকে জানান। কাউন্সিলর মিজানুর এলাকাবাসীকে কাজটি বুঝে নেয়ার জন্য আশ্বস্ত করেন। পরের দিন বৃহস্পতিবার রাস্তার ৮শ’ মিটার কাজ হয়। যা অতি নিুমানের। পরে অনিয়মের কারণে এলাকাবাসী কাজটি বন্ধ করে দিয়ে সিডিউল মোতাবেক কাজ করার দাবি জানায়। খবর পেয়ে পৌর মেয়র আশরাফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি স্বীকার করেন যে কাজে অনিয়ম হচ্ছে। এ সময় মেয়র ঠিকাদারকে অবশিষ্ট কাজ সিডিউল মোতাবেক করার নির্দেশ দেন। কিন্তু এলাকাবাসীর দাবি, রাস্তা যেখান থেকে অনিয়ম হয়েছে সেখান থেকে সঠিকভাবে করতে হবে। এ নিয়ে মেয়রের সঙ্গে এলাকাবাসীর বাদানুবাদের একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ প্রসঙ্গে মেয়র আশরাফল ইসলাম ভেন্ডার জানান, কাজ সঠিক নিয়মেই হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম