ফুলপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কর্তন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুলপুরে স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের বোরো ধান কেটে দিচ্ছেন গ্রামাউস এনজিওর কর্মী ও স্কাউট শিক্ষার্থীরা। জানা যায়, মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকটে উপজেলার অনেক কৃষক বোরো ফসল কাটতে পারছেন না। এর আগে ফুলপুর হেলডস ওপেন স্কাউট সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে কয়েকজন কৃষকের ধান কেটে দেন। গত ৩ দিন ধরে তাদের সঙ্গে যৌথভাবে স্বেচ্ছাশ্রমে ধান কাটার কাজে মাঠে নামেন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার স্টাফরা। উভয়ের অর্ধশত লোক বুধবার হরিরামপুর ও চাঁনপুর গ্রামের ২ বিধবা মহিলার ৭৫, বৃহস্পতিবার বাতিকুড়া গ্রামের অসহায় আবদুল জলিলের ৩২ ও সোমবার ঘোমগাঁও গ্রামের এক ক্যান্সার আক্রান্ত রোগীসহ ২ জনের ৮০ শতাংশ জমির ধান কেটে দেন। এর নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য আবদুল খালেক ও হেলডস ওপেন স্কাউটের তাসফিক হক নাফিও, আতিকুর রহমান, আবদুল্লাহ আল সায়েম লিঠু, রবিউল করিম রবি প্রমুখ। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশ নেয়।
