ডিনস অ্যাওয়ার্ড পেল বাকৃবি ১৫ শিক্ষার্থী
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রথম বারের মতো ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ১৫ জন কৃতী শিক্ষার্থীকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে আয়োজিত প্রথম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ওই পুরস্কার দেয়া হয়।
নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান বিন হাবিবের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাকৃবি রিচার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান। সদ্য স্নাতক সম্পন্ন (২০১৬, ১৭ ও ১৮ ব্যাচ) তিন ব্যাচের প্রতি ব্যাচ থেকে মেধাতালিকায় প্রথম পাঁচজনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সঙ্গে অনুষদে বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও অধ্যাপক ড. সালেহা খান দু’জন শিক্ষার্থী এবং সেমিস্টার পদ্ধতিতে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় প্রভাষক কামরুন নাহার আজাদকে পুরস্কৃত করা হয়।
