Logo
Logo
×

বাংলার মুখ

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিভিন্ন স্থানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান-

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিতুর রহমান রাফি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, স্থানীয় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুব উল আলম, আবদুর রাজ্জাক, শাহাদৎ হোসেন সাদী।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান। একই দিন পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার পাত্র। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল পৌর সদরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি ও চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী।

চৌহালী (সিরাজগঞ্জ) : চৌহালী উপজেলার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আবদুল কাদের মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আহসান হাবীব, এনায়েতপুর দরবার শরিফের পেশ ইমাম মাওলানা আবদুল আউয়াল বক্তব্য রাখেন।

কাউখালী (রাঙ্গামাটি) : কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ৩ নম্বর ঘাগড়া ইউপির চেয়ারম্যান মাস্টার জগদীশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ার রাগদৈল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোশাররফ হোসেন ফরাজী মহসিন, প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক সফিকুল ইসলাম মোল্লা, অভিভাবক সদস্য নঈমুল ইসলাম, শহীদ উল্যাহ পাটওয়ারী প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম