Logo
Logo
×

বাংলার মুখ

সিলেটে গ্যাস লাইনের ওপর থেকে অবৈধ ভবন উচ্ছেদ শুরু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে উচ্চচাপসম্পন্ন সঞ্চালন লাইনের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সকাল থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ নগরীর বালুচর নয়াবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতেই বালুচর নয়াবাজার এলাকার তিনতলা একটি ভবন ভাঙার কাজ আরম্ভ করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বেশ কিছু শ্রমিক দিয়ে শুরু হয়েছে ভবন ভাঙার কাজ। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ওই ভবন ছাড়াও বালুচর এলাকার আরও কয়েকটি ভবন ভাঙা হবে বলে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে। ভবনগুলো তারা অনেক আগেই চিহ্নিত করেছে। ওই ভবনগুলোও অবৈধভাবে গ্যাসের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের ওপর পড়েছে। লাইনের ১০ ফুটের মধ্যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ভবন। এগুলোও ভাঙা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম