শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
প্রকৃতিতে ফেরার আশা জাগিয়েছে ‘নীলগাই’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে একসময় নীলাগাইয়ের অবাধ বিচরণ ছিল। ১৯৪০ সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে নীলগাই দেখা গিয়েছিল। বনাঞ্চল উজাড় হওয়া, বসবাসের পরিবেশ হারানো, খাদ্য সংকট ও অবাধ শিকারের কারণে পরিবেশে প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকে। এরপর নীলগাইয়ের নাম ওঠে বিলুপ্তির তালিকায়। বিলুপ্তির তালিকায় থাকা নীলগাই গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রয়েছে মাত্র দুটি। এর মধ্যে একটি পুরুষ ও একটি মাদী নীলগাই। এর বাইরে দেশে আরও কোথাও এ প্রাণী নেই। গত এক আগস্ট সাফারি পার্কে থাকা নীলগাই দুটি বাচ্চা জন্ম
দিয়েছে।
শাবক দুইটি মাদী না পুরুষ তা এখনো নির্ণয় করা যায়নি। তবে বিলুপ্তির তালিকায় থাকা নীলগাইয়ের প্রকৃতিতে ফিরে আসার সম্ভাবনা দেখছেন কর্তৃপক্ষ। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের মামুদপুর-ঠুঠাপাড়া বর্ডার এলাকার বাসিন্দারা একটি নীলগাই ধরে জবাই করার প্রস্তুতি নেয়। খবর পেয়ে বিজিবি-৫৩ (মামুদপুর বিওপির) সদস্যরা ওই মাদী নীলগাই উদ্ধার করে। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করলে নীলগাইটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। অপর দিকে, ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় অপর একটি নীলগাই আটক করে জবাই করার প্রস্তুতি নেওয়া হয়। খবর পেয়ে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় পুরুষ নীলগাইটি উদ্ধার করে। সেখান থেকে পুরুষ নীলগাইটি প্রজননের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। পার্কের প্রকল্প পরিচালক শফিউল আলম চৌধুরী বলেন, আশি বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দুটি নীলগাই বাচ্চা জন্ম দিয়েছে।
