‘গণতন্ত্র রক্ষা দিবস’
ঝালকাঠিতে আওয়ামী লীগের মিছিল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ দাবি করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ মিছিল করেছে।
বেলা ১১টায় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল ও যুগ্ম সম্পাদক তরুণ কর্মকারের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলে নেতাকর্মী ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তাদের প্রতিহত করার জন্য মাঠে আছি এবং থাকব।
